ইউনিয়নের ইতিহাস
রাউজান থানার অর্ন্তগত ৩নং চিকদাইর ইউনিয়ন এক মনোরম পরিবেশে অবস্থিত। আকার আয়তন ও অন্যান্য গ্রামের মতো এই গ্রামের আয়তন বড় হওয়ায় ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় এই ইউনিয়ন। এই ইউনিয়নের সামনে দিয়ে প্রবাহিত হয়েছে ঐতিহাসিক সর্ত্তার খাল। এই খাল দিয়ে প্রতিদিন অসখ্য গাছ ও বাঁশ শহর সহ অন্যান্য এলাকায় আনা নেয়া করা হয়। এই ছাড়া এই ইউনিয়ন চারিদিকের অপরুপ দৃশ্য সকলের মনকে আকষৃত করে।
২০১১ সালে মোজাহারুল হক (হক সাহেব) এর জায়গা দানের ফলে এবং এ,বি,এম ফজলে করিমের তথ্যবধানে নতুন ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এই এলাকার অসখ্য মানুষের সাহয়তায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলে। এলাকার নিম্ম, মধ্য ও উচ্চবৃত্তরা তাদের সেবার জন্য এই ইউনিয়নে আসে এবং সেবা নিয়ে দেশের বিভিন্ন জায়গার কর্মরত আছে এই এলাকার জনগণ। এই ইউনিয়ন পরিষদ এলাকার দোড়গোডার লক্ষে অসহায় মানুষদের বিভিন্ন ভাতাসহ সুয়োগ সুবিধা প্রদান করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS