সভার কার্যবিবরণীর অনুলিপি
সভাপতিঃ-কাজী দিদারুলআলম, চেয়ারম্যান ৩নং চিকদাইর ইউনিয়ন পরিষদ, রাউজান, চট্টগ্রাম।
সভার তারিখ- ০৫/০৬/২০১৪ইং, সময়- সকাল ১১ঘটিকায়।
অধিবেশন- ৩৮তম,
স্থান- ইউনিয়ন পরিষদ সভা কক্ষ, ৩নং চিকদাইর ইউনিয়ন পরিষদ, রাউজান, চট্টগ্রাম।
সভার প্রস্তাবলী-
১/ পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
২/ চিকিৎসার প্রয়োজনে চেয়ারম্যান সাহেবের বিদেশ গমন।
৩/ চেয়ারম্যানের অবর্তমানে দায়িত্ব পালন করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
৪/ বিদেশ যাওয়ার অনুমতি পাওয়ার জন্য সভার কার্যবিবরণীসহ আবেদন মাননীয় জেলা প্রশাসক ও উপ পরিচালক স্থানীয় সরকার বিভাগ বরাবরে প্রেরণ।
অদ্য তারিখ অত্র ইউনিয়ন পরিষদের এক সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কাজী দিদারুলআলম সাহেব। উক্ত সভায় উপস্থিত সভ্যগণের উপস্থিত সভার হাজিরা রেজিষ্টারে দ্রষ্টব্য ও স্বাক্ষরিতহয়।
সভাপতি সাহেব, উপস্থিত সভ্যগণকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম আরম্ভ করেন।
(১) সভার শুরুতেসভাপতি সাহেবের অনুমতিক্রমে সচিব সাহেব পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ করেন। উক্ত কার্যবিবরণীতে পরিবর্তনের কোন বিষয় না থাকায় সর্বসম্মতিক্রমে তাহা অনুমোদিত হয়।
(২) তারপর সভাপতি সাহেব জানান যে, তিনি শারীরিকভাবে অসুস্থ, তাহার রোগের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশে না থাকার কারনে বাংলাদেশে তাহা চিকিৎসকগণ তাকে ভারতের মাদ্রাজ গিয়ে চিকিৎসা করতে পরামর্শ দিয়েছেন। তাই তিনি আগামী ২৫/০৬/২০১৪ইং তারিখ চিকিৎসার জন্য ভারতের মাদ্রাজের যাওয়ার সিদ্ধান্তনিয়েছেন।
উপস্থিত সভ্যগণ চেয়ারম্যান সাহেব এর অসুস্থতার বিষয়ে খবরাখবর নেন এবং সুস্থতা কামনা করেন।
(৩) সভাপতি সাহেব তাহার অবর্তমানে দায়িত্ব পালন করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর প্রস্তাবকরেন। অত্র ইউনিয়ন পরিষদে ৩জন প্যানেল চেয়ারম্যান রয়েছে। ১ম- এম. নুরুলআলম (সদস্য ৩নং ওয়ার্ড)। ২য়- বাবুলকান্তিমজুমদার (সদস্য ৭নং ওয়ার্ড)। ৩য়- নুর নাহার (সদস্য ১,২,৩নং ওয়ার্ড)।
নিয়ম অনুযায়ী ১ম প্যানেল চেয়ারম্যান এম. নুরুলআলম চেয়ারম্যানের অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পালনের ব্যাপারে উপস্থিত সভ্যগণ ঐক্যমত পোষন করেন। এম. নুরুলআলম সাহেব উক্ত দায়িত্ব পালনের সম্মতি জ্ঞাপন করেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর বৃত্তান্ত-
নাম- এম. নুরুলআলম, পিতা- মৃত কবির আহাম্মদ, ঠিকানা- দক্ষিণসর্ত্তা, ৩নং ওয়ার্ড, ৩নং চিকদাইর ইউ.পি,রাউজান, চট্টগ্রাম।
পরিচিতিঃ- সদস্য- ৩নং ওয়ার্ড ও ১ম প্যানেল চেয়ারম্যান।
উক্ত ১ম প্যানেল চেয়ারম্যান এর অনুপস্থিতিতে পর্যায়ক্রমে ২য় ও ৩য় প্যানেল চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পালন করবেন। চেয়ারম্যান সাহেব বিদেশ যাওয়ার ২দিন পূর্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে পরিষদ বুঝিয়ে দেবেন।
(৪) সভাপতি সাহেব, অত্র সভার কার্যবিবরণী ও বিদেশ যাওয়ার আবেদন যথাযথ কর্তৃপক্ষেরমাধ্যমে-
মাননীয় জেলা প্রশাসক চট্টগ্রাম ও মাননীয় উপপরিচালক স্থানীয় সরকার চট্টগ্রাম এর দফতরে প্রেরণ করা হবে মর্মে জানান।
পরিশেষে অদ্যকার সভায় অন্যকোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সভ্যগণকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থ্যে প্রেরণ করা হলঃ-
১/ মাননীয় জেলা প্রশাসক, চট্টগ্রাম।
২/ মাননীয় উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ জেলা প্রশাসকেরকার্যালয়, চট্টগ্রাম।
৩/ মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, রাউজান, চট্টগ্রাম।
৪/ অফিস নথি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস